সংবাদ বিজ্ঞপ্তি : সকল ধরনরে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য (বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি) বিক্রয় নিষিদ্ধ। স্থানীয় সরকার গাইড লাইন অনুযায়ী তামাক দ্রব্য বিক্রয়ে লাইসেন্স বাধ্যতামূলক।
‘‘তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে সহযোগিতা করুন’ স্লোগনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টউিট (এনআইএলজি) , রাজশাহী সিটি কর্পোরেশন, বাংলাদশে তামাক বিরোধী জোট (বাটা) ও এইড ফাউন্ডশেন এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর উদ্দেগ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, দোকান, পাবলিক প্লেস সহ বিভিন্ন স্থানে কেলেন্ডার বিতরন, পোস্টার ও স্টিকার ক্যাম্পেইন করা হয়।
ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, রাকিবুল ইসলাম ।