• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রথম দেখাতেই মাহিমার প্রেমে পড়েন শাশ্বত!

প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ৩:৩৪

প্রথম দেখাতেই মাহিমার প্রেমে পড়েন শাশ্বত!

অনলাইন ডেস্ক: হালের সম্ভাবনাময় শিল্পী শাশ্বত দত্ত। মাঝে বেশ কিছু বিজ্ঞাপন এ নাটকে দেখা গেছে তাকে।

গেল সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’তে তাসনিয়া ফারিণের স্বামীর চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তরুণ এই অভিনেতা। এবার কাজ করলেন ‘ভালোবাসা ছুঁই’ শিরোনামের নাটকে।
যেখানে তার বিপরীতে রয়েছেন এ সময়ের আরেক অভিনয়শিল্পী মাখনুম সুলতানা মাহিমা। অয়ন চৌধুরীর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়। এর সিনেমাটোগ্রাফি করেছেন এসকে সোহাগ।

আরও পড়ুনঃ  মা হচ্ছেন কিয়ারা আদভানি

সম্প্রতি রাজধানী মিরপুর ও এর আশেপাশের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, একটা কফিশপে স্মার্ট জুঁইকে প্রথম দেখেই বেশ চঞ্চল ও দুষ্টু প্রকৃতির রায়ান যেন হঠাৎই শান্ত হয়ে যায়। এরপর সে অনুসরণ করতে থাকে জুঁইকে, কিন্তু মনের কথা বলতে পারে না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাইক চালিয়ে জুঁইয়ের মহিলা হোস্টেলের রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে জুঁই বারান্দায় এসে দাঁড়ালে দুজনের চোখাচোখি হয়। কিন্তু জুঁইয়ের এতে কোন ভ্রূক্ষেপ নেই।

আরও পড়ুনঃ  ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

এখন কি করবে রায়ান? মিলবে কি অপেক্ষা আর প্রাপ্তি সমীকরণ? এমন গল্পেই এগিয়ে যাবে নাটকটি। এরপর জানতে হলে দর্শকদের অবশ্যই নাটকটি দেখতে হবে।

আরও পড়ুনঃ  গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

জানা যায়, নাটকটি প্রযোজনা করেছেন কাকলী আলম। শাশ্বত ও মাহিমা ছাড়াও ‘ভালোবাসা ছুঁই’ নাটকে আরও অভিনয় করেছেন জাকি আহমাদ, ইশরাক পায়েল, ফরহাদ লিমন, আরমান আহমেদ উৎসব, আফ্রিদি হাসান অয়ন, মুহিত তমালসহ আরও অনেকে।

মিনহাজুল আলম সুপ্রিয় জানান, শিগগিরই নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। তার প্রত্যাশা, নাটকটির নির্মাণ ও গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675