অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেছিল আফগাস্তিান। উদ্বোধনী জুটিতে ৪১ রান করা দলটি এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই। তার ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল।
এরিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৫ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ১৫০ রান। ৪৭ ও ১০ রানে ব্যাট করছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান।
শুক্রবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানরা।