• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

একটি মেয়ের ব্রেকআপ হয়েছে আমার কারণে: জায়েদ

প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ৯:৫৯

একটি মেয়ের ব্রেকআপ হয়েছে আমার কারণে: জায়েদ

অনলাইন ডেস্ক: খানকয়েক দিন আগে ‘নারী কিসে আটকায়’ ইস্যুতে মন্তব্য করে আলোচনায় উঠে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। জনপ্রিয়তার সুখ্যাতি যেমন আছে, তেমনি বিড়ম্বনায়ও পড়তে হয় তাদের। তারকা ভক্তদের নানা পাগলামির খবর শোনা যায়। জায়েদ খান জানালেন তার নারী ভক্তদের কাণ্ড।

উত্তরায় একটি মেয়ের ব্রেকআপ হয়েছে তার কারণে। রাজধানীর শান্তিনগরে আরেক মেয়ে বালিশে জায়েদ খানের ছবি প্রিন্ট করে রেখেছেন। এক মেয়ে তার হলুদের অনুষ্ঠানে হাতের মধ্যে ‘জায়েদ’ লিখেছেন। এমন সব ঘটনা সামলাতে হয় জনপ্রিয় তারকাদের।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

সম্প্রতি একটি ই-কমার্স প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এসব কথা বলেন জায়েদ খান। সেখানে এই অভিনেতা বলেন― উত্তরার একটি মেয়ে (নাম বলব না আমি) আমাকে বলে, শুধু আপনার কারণে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলাম, আমার কারণে কেন?

আরও পড়ুনঃ  জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক

চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ওই মেয়ে বলল- আমার জায়েদ খানকে খুব ভালো লাগে। আমি সারাদিন জায়েদ খানের ভিডিও দেখতে থাকি। জায়েদ খানের কাছে আমার মেন্টালিটি আটকে গেছে; কিন্তু এটা সহ্য করতে পারেননি বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ।

অভিনেতা বলেন, কেউ মেহেদি দিয়ে হাতের মধ্যে লিখতেছে, জায়েদ খানের বউ। একটা মেয়ে তার হলুদের অনুষ্ঠানে হাতের মাঝে ‘জায়েদ’ লিখেছে। রাতে ছেলে আসার পর হাতে নামটি দেখতে পায়। তারপর রাগ করে চলে যায় ছেলেটি, বিয়ে করবে না। পরে ওই ছেলের বন্ধু ফোন করেছে আমাকে। এরপর তাকে আমি এমনভাবে বোঝলাম, তারপর বিয়েটা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ এখন মুক্তির অপেক্ষায়। জাহিদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675