অনলাইন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন।শুক্রবার (১০ অক্টোবর) বিশেষ এই দিনে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এবার সবাইকে অবাক করে মিমকে শুভেচ্ছা জানালেন অভিনেতা শরিফুল রাজ।
নিজের ফেসবুকে মিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন রাজ। ক্যাপশনে ইংরেজিতে জানিয়েছেন শুভকামনা। যার ভাবার্থ দাঁড়ায়, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের বছরটি সুন্দর হোক কামনা করছি। শুভ জন্মদিন।
এদিকে গত বছরের এই দিনে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় রাজের। এতে মিমের জন্মদিনের আনন্দও অনেকটা ম্লান হয়েছিল। কেননা ওই সময় রাজের তৎকালীন স্ত্রী পরীমণি তাদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনেন।
এতে ক্ষুব্ধ মিম রাজের সঙ্গে সাইন করা ছবিগুলো থেকে নিজেকে সরিয়ে নেন। তারপর থেকে একসঙ্গে দেখা যায় না মিম-রাজকে। এবার পরীমণির সঙ্গে আলাদা হতেই সহকর্মীকে বিশেষ দিনের শুভেচ্ছা জানালেন রাজ।
প্রসঙ্গত, গত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি মিম-রাজ জুটিও বেশ প্রশংসিত হয়েছিল।