• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রান আউট হয়ে ফিরলেন শান্ত

প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১:২৬

রান আউট হয়ে ফিরলেন শান্ত

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন লিটন কুমার দাস ও তানজীদ হাসান তামিম। দুজনের জুটি করে ৬২ রানের। এর পর দলীয় শতকের পর আউট হন লিটন কুমার দাস। দলীয় ১৭০ অধিনায়ক শান্ত। অহেতুক রান আউট শান্ত

শান্তর ৫৭ বলে ৪৫ রান সংগ্রহ করেন। ব্যাটিংয়ে হৃদয়ের ৩৯ বলে ৩৮ রান। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।

আরও পড়ুনঃ  প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

এ পযর্ন্ত টাইগারদের সংগ্রহ ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান। এখন ব্যাট করছেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লহ। ৪৫ বলে ৩৬ রানে আউট হন লিটন।

এর আগে ১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬২। দলিও ৬২ রানে আউট হন তামিম। তার সংগ্রহ ছিল ৩৪ বলে ৩৬ রান।

আরও পড়ুনঃ  টাকার অভাবে ছেঁড়া জুতা পরে খেলা অনিকেতই আইপিএল মাতাচ্ছেন

বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675