• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অবসর নিলেন আফগান পেসার

প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১:২৯

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অবসর নিলেন আফগান পেসার

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, ভারতে খেলেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন। গতকাল (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটের হারে নিজেদের বিশ্বকাপ মিশন শেষের পরপরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন আফগান তারকা পেসার নাভিন উল হক।
বয়স মাত্র ২৪। এরমাঝেই আফগানিস্তানের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন নাভিন। তবে ইনজুরির সঙ্গে নিয়মিত সখ্যতা তার। যে কারণে টেস্ট ক্রিকেটে দেখা যায় না তাকে। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন নাভিন। ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ওয়ার্কলোড কমানোর কথা জানিয়েছিলেন এই আফগান পেসার।

গতকাল বিশ্বকাপে নিজেদের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক স্টোরিতে বিদায়ী বার্তায় নাভিন বলেন, নিজের প্রথম ম্যাচ থেকে আজ শেষ ম্যাচ অবধি এই জার্সিটা (আফগানিস্তান) গর্বের সঙ্গে গায়ে জড়িয়েছি। সবার খুদেবার্তা ও শুভকামনার জন্য ধন্যবাদ।
ওয়ানডে ছেড়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে চান নাভিন উল হক। ক্যারিয়ার দীর্ঘ করতেই এই সিদ্ধান্ত বলে আগেই জানান তিনি। নাভিন উল হক এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালে অর্থাৎ ১৭ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। তিনি ২৭টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। গত মৌসুমে লক্ষ্নৌ সুপার জায়ান্টের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন লিগে টি-২০ খেলেছেন ১৪৫টি ম্যাচ।

এদিকে, রূপকথার মতো বিশ্বকাপযাত্রা শেষ করেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ভারত বিশ্বকাপে যেন সারপ্রাইজ প্যাকেজ নিয়ে হাজির হয়েছিল রশিদ-নবিরা। সাবেক ও বর্তমান তিন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা ও ডাচদের হারিয়ে তারা ভালোভাবেই টিকেছিল সেমির দৌড়ে। যদিও ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেদনাদায়ক হারে শেষ চারের স্বপ্নভঙ্গ হয় আফগানিস্তানের। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটের হারে আসর থেকে বিদায় নিয়েছে তারা।
২০১৫ বিশ্বকাপে অভিষেক আসর খেলতে নেমে সর্বসাকুল্যে এক জয় (স্কটল্যান্ডের বিপক্ষে) ছিল এতদিন বিশ্বমঞ্চে তাদের একমাত্র সাফল্য। উনিশে খালি হাতে ফেরা আফগানরা এবার আসর শেষ করল চার জয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের ছয়ে থেকে। নিশ্চিত হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।

সর্বশেষ সংবাদ

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৬:০০
‘লক্ষ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া’
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৬:০০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675