• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিব্রতকর রেকর্ডে রউফ, তালিকায় আছেন মুস্তাফিজও

প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ৮:৪৮

বিব্রতকর রেকর্ডে রউফ, তালিকায় আছেন মুস্তাফিজও

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ভরাডুবির বিশ্বকাপে বিব্রতকর এক রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের পেসার হারিস রউফ। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার এখন তিনি।
আজ কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০ ওভার বল করে ৩ উইকেট শিকার করলেও রান খরচ করেছেন ৬৪। আসরে ৯ ইনিংসে রান দিলেন ৫৩৩। যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান দেওয়ার নজির।

আরও পড়ুনঃ  একাদশেই ছিলেন না, সেই নাসিমই ব্যাটিং শেখালেন বাবর-রিজওয়ানদের!

এতদিন এই লজ্জার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের আদিল রশিদের। ২০১৯ বিশ্বকাপজয়ী এই লেগস্পিনার সেই আসরে ১১ ইনিংসে ৫২৬ রান দিয়েছিলেন। এ ছাড়া চলমান বিশ্বকাপে ৯ ইনিংসে ৫২৫ রান দিয়ে তালিকার তিনে আছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। এক আসরে পাঁচশ’র বেশি রান দেওয়ার তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও।
বিব্রতকর রেকর্ডে নাম লেখালেও চলতি বিশ্বকাপে ডেথ ওভারে সবচেয়ে সফল বোলারও হারিস রউফ। ৪০-৫০ ওভারের মধ্যে বল করে ১০ টি উইকেট পেয়েছেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ। ৭টি উইকেট তার দখলে আছে। এ ছাড়া একই সংখ্যক উইকেট পেয়েছেন আরও দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদিও।

আরও পড়ুনঃ  ‘চেন্নাইয়ের সাহস নেই ধোনিকে কিছু বলার’

ইংল্যান্ডের বিপক্ষে আজ ১০ ওভারে ৭৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি। আসরে ৯ ইনিংসে আফ্রিদির উইকেট সংখ্যা ১৮, পাকিস্তানের কোনো পেসারের বিশ্বকাপের এক আসরে যা যৌথভাবে সর্বোচ্চ। ১৯৯২ আসরে ১৮ উইকেট নিয়েছিলেন ওয়াসিম আকরাম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675