স্টাফ রিপোর্টার:রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫০ গ্রাম হেরোইনসহ তরিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার উজানপাড়া বাইপাস মোড় থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার মাদক কারবারি তরিকুলের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায়। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তরিকুলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।