হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শনিবার বেলা ১১ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব-মহিলালীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতিক বাশার সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৯০ জনের সু-চিকিৎসায় ৪১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সেই সাথে মহান জাতীয়সংসদের ঐচ্ছিক তহবিল হতে ৩৩ জনের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যে সকল অসহায়, দুঃস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেল তারা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।