অনলাইন ডেস্ক: বিয়ের আগে প্রেম নিয়ে কখনো জনসমক্ষে মুখ খোলেননি ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ— কেউই। ভিকির আগে ক্যাটরিনার সঙ্গে যে কজনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সালমান খান ও রণবীর কাপুর।
প্রকাশ্যে ঘোষণা না করলেও তাদের প্রেম থেকে বিচ্ছেদ— সবটাই ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। ক্যাট ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। তবে বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা।
শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। তবে একটা সময় বলিউডের অন্যতম সফল তারকাদের সঙ্গে প্রেম পর্বের পর কেন ভিকিকেই জীবনসঙ্গী বেছেছিলেন ক্যাট?
বিয়ের পর ‘কফি উইথ করণ’-এ এসে স্বামী ভিকি কৌশল প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ভিকি যতটা সম্মান নিজের পরিবারকে করে, নিজের বাবা-মাকে যতটা ভালোবাসা দেয়, আমার পরিবারের প্রতি সেই একই ভালোবাসা ও সম্মান রয়েছে।
এ ছাড়া ক্যাটরিনা জানান, ভিকি তার বিশ্বাস অর্জন করেছেন। সেই কারণে তাকেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন।
আরও পড়ুন: স্বামীর জন্মদিনে দাম্পত্যের গোপন কথা ফাঁস করলেন পরিণীতি
অন্যদিকে ক্যাটরিনা প্রসঙ্গে ভিকি বলেন, আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে ক্যাটরিনার মতো একজন তারকা আমাকে এত পাত্তা দিচ্ছে! তবে আমি ওর সঙ্গে সহজভাবে মিশে বুঝতে পেরেছিলাম, মানুষ হিসাবে কতটা খাঁটি ও। তখনই আমি উপলব্ধি করেছিলাম, নিজের জীবনসঙ্গী হিসেবে আমি ওকেই চাই।