অনলাইন ডেস্ক: অনেকেই বলছেন, ভাইরাল হওয়া অডিওতে যে নারীর কণ্ঠ শোনা গেছে, তিনি ফারজানা মুন্নী। আর যার সঙ্গে তিনি কথা বলছিলেন, তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাস
গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলী “প্রেম করছেন”। (৩ নভেম্বর) রাতে গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেসবুক পেজে দেওয়া এমন একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধমে ভাইরাল হয়। যদিও তাপস-বুবলীর প্রেম সংক্রান্ত পোস্টটি তার দেওয়া নয় বলে দাবি করেছিলেন মুন্নী। বুবলীও বিষয়টিকে “নোংরা ষড়যন্ত্র” বলে মন্তব্য করেন।
এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি অডিও ক্লিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, “পারিবারিক চাপের কারণেই তিনি “আইডি হ্যাকড” হওয়ার কথা বলেছিলেন। তার ফেসবুক আইডি আসলে হ্যাকড হয়নি।
১৩ মিনিটের ওই অডিওতে কথোপকথনের সময় তিনি বারবার “অপু” “অপু” বলে সম্বোধন করছিলেন। তবে সেখানে অপুর কোনো কথা শোনা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, অডিওতে যে নারীর কণ্ঠ শোনা গেছে, তিনি ফারজানা মুন্নী। আর যার সঙ্গে তিনি কথা বলছিলেন, তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অডিওর সত্যতা যাচাই করতে ফারজানা মুন্নীকে ফোন দেওয়া হয়েছিল, তিনি তা ধরেননি। তাপসকে ফোন করা হলে তিনিও ধরেননি। আর অপু বিশ্বাসের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে এ বিষয়ে কথা বলেছেন বুবলী। হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, যারা “মিথ্যা প্রপাগান্ডা” ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
সংবাদমাধ্যমটিকে বুবলী বলেন, “আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে, তাহলে অফিসিয়ালি কথা বলুক। আমিও তখন আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব, সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে এমন অডিও ছড়ানো হয়েছে অভিযোগ করে বুবলী বলেন, “এটা কোনো অডিও ফাঁস না, ইচ্ছাকৃতভাবে ছাড়া হয়েছে। অডিও ফাঁস মানে দুই পক্ষের কথোপকথন থাকে। ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।”