অনলাইন ডেস্ক: বিশ্বকাপের চলমান ১৩তম আসরের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-নেদারল্যান্ডস। ভারতের বেঙ্গালুরু এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত।
প্রথমে ব্যাট করত নেমে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপের স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ১০০ রান করে সাজঘরে ফিরেছেন শুভমান গিল। তিনি মাত্র ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন।
দলীয় ১৩২ রানে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মাও। তিনি ৫৪ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬১ রান করে ফেরেন।
দুই ওপেনার সাজঘরে ফেরার পর দলে হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তারা ৬৬ বলে ৭১ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের ২৯০তম ওয়ানডেতে ৭১তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২০০ রানে তৃতীয় ব্যাটনম্যান হিসেবে ফেরেন কোহলি। তার আগে ৫৬ বলে ৫টি চার আর এক ছক্কায় করেন ৫১ রান।