• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চতুর্থ দফার অবরোধে রাজশাহীতে সর্তক আইনশৃঙ্খলা বাহিনী, চলছে যান

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৬:১৩

চতুর্থ দফার অবরোধে রাজশাহীতে সর্তক আইনশৃঙ্খলা বাহিনী, চলছে যান

স্টাফ রিপোর্টার : বিএনপি ও সমমনা রাজনৈতিক জোট ও দলগুলোর চতুর্থ দফার দেশব্যাপী অবরোধ শুরু হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে থেকে শুরু হওয়া এই অবরো চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত। অবরোধকে ঘিরে রাজশাহীতে সর্তক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

অবরোধের প্রথম দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। অন্যদিকে, নাশকতা ঠেকাতে সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থায় রয়েছেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  লিচু গাছে মুকুলের পরিবর্তে কচি পাতা, ফলন বিপর্যয়ের আশঙ্কা

সরেজমিনে নগরীর স্টেশর, রেলগেট, নিউমার্কেট, সাহেববাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে মানুষ ও যানের সংখ্যা স্বাভাবিক সময়ের মতো। এসব এলাকায় অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বাস, মিনিবাস, হিউম্যান হলার, সিএনজির পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এছাড়াও নগরীতে চলছে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। নগরীর কামারুজ্জামান চত্বর, স্টেশন, সাহেববাজারে আরএমপির পুলিশ সদস্যদের দেখা গেছে।

আরও পড়ুনঃ  আ.লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলার বাস ছেড়ে যাচ্ছে। নগরীর ভদ্রা থেকে চলছে আন্তজেলা বাস। রেলগেট থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বাস চলছে। এছাড়াও রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে গেছে বিভিন্ন যায়গার ট্রেন। তবে সকাল থেকে কোনো অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675