ঢাকাSunday , 12 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটে চালু হলো মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড

Asha Mony
November 12, 2023 8:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড চালু করা হয়েছে। রোববার সকালে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মেশিন রিডেবল কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরী থেকে বই সংগ্রহ ও জমাদান ছাড়াও কোহা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে সক্ষম হবে। এর ফলে শিক্ষার্থীরা লাইব্রেরীতে এবং কোহা সফটওয়্যারে সংরক্ষিত প্রয়োজনীয় বই সহজেই খুঁজে পাবে এবং ডাউনলোড করতে সক্ষম হবে। উপাচার্য আরো বলেন, পর্যায়ক্রমে রুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মেশিন রিডেবল লাইব্রেরী কার্ড প্রদান করা হবে।
কেন্দ্রীয় লাইব্রেরী পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমন্বয় করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহাবুবুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।