• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অপ্রতিরোধ্য ভারত, হারাতে পারেনি কেউই

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ১১:০৩

অপ্রতিরোধ্য ভারত, হারাতে পারেনি কেউই

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের চলতি আসরে অবিশ্বাস্য ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের স্বাগতিকরা গ্রুপপর্বে অপরাজিত থেকে সবার আগে এবং সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে।

গ্রুপপর্বে ৯ ম্যাচে ভারতকে হারাতে পারেনি কোনো দল। নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অলআউট করে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় ভারত।

এরপর আফগানিস্তান, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশকে হারায় বিরাট কোহলিরা। চলতি বিশ্বকাপের ২০ বছর আগে ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল ভারত। দীর্ঘদিন পর কিউইদের বিপক্ষে জয়ের দেখা পায় ভারত।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ২২৯/৯ রান করেও ব্রিটিশদের ১২৯ রানে অলআউট করে ১০০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩৫৭ রান করে লংকানদের ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশার চেয়েও ভালো খেলে দক্ষিণ আফ্রিকা। ফর্মের তুঙ্গে থাকা দলটি ভারতের বিপক্ষে পাত্তাও পায়নি। ৩২৭ রানের টার্গেট তাড়ায় ৮৩ রানে অলআউট হয়ে ২৪৩ রানের বড় ব্যবধানে হেরে যায়।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

আজ রোববার বেঙ্গালুরুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় ভারত। আগে ব্যাট করে লোকেশ রাহুলের (১০২*) রেকর্ড সেঞ্চুরি আর শ্রেয়াস আইয়ারের (১২৮*) সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১০ রান করে ভারত। দলের হয়ে এছাড়া ৬১, ৫১ ও ৫১ রান করে করেন অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শুভমান গিল ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

টার্গেট তাড়া করতে নেমে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের গতি আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন তেজা নিদামানুরু। ৪৫ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবিন্দ্র জাদেজা ২টি করে উইকেট শিকার করেন।

 

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না : নাহিদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
নাহিদ-আখতারের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
মা হচ্ছেন কিয়ারা আদভানি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:২২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675