স্টাফ রিপোর্টার : আলুর বাজার পরিস্থিতি ও কোল্ডস্টোরেজে মজুদ পরিদর্শনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে পবা উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরেজে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার।
রাজশাহীতে আলুর দাম বৃদ্ধি এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টি নিয়ন্ত্রণের জন্য মিলন কোল্ডস্টোর, উত্তরা কোল্ড স্টোরেজ, আমান কোল্ড স্টোরেজ, বেঙ্গল কোল্ড স্টোরেজ, সরকার কোল্ড স্টোরেজ, আসমা কোল্ড স্টোরেজ, রহমান কোল্ড স্টোরেজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, সরকার নির্ধারিত আলুর তালিকা প্রদর্শন না করা এবং স্টকে থাকা আলুর পরিমাণের তথ্যে গড়মিল করায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (১) ধারায় অর্থদণ্ড প্রদান করার ব্যবস্থা রয়েছে। রাজশাহীতে আলুর বাজার পরিস্থিতি ও মজুদ পরিদর্শনের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।