অনলাইন ডেস্ক: বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে সোমবার (১৩ নভেম্বর) ভোরে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া যানবাহনে আগুন দেওয়ার সময় পেট্রোল ও বাঁশের লাঠিসহ চার কিশোরকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশ।
বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী জানান, আজ ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার ঢাকা-ময়মনসিংহ রেলব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পর রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা পেট্রোলিং টিম বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরে সকালে প্রকৌশলী বিভাগের তত্ত্বাবধানে রেললাইন মেরামত করা হয়। এ সময় রেললাইনে পাঁচটি স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়। তবে এ ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ্ জানান, আজ ভোরে রেল সেতুতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, বিএনপির চলা অবরোধে গাড়িতে আগুন দেওয়ার সময় চার কিশোরকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার (১২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বাইপাস সড়কে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক গ্যালন ভর্তি পেট্রোল, চারটি কাপড় পেঁচানো বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ইব্রাহিম খান জানান, বিএনপির অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ করা হবে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ ওই চার কিশোরকে আটক করে। কিশোর হওয়ায় তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। শিশু আইনে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।