স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে সোমবার থেকে চার দিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে। এদিন সকালে এই প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার।
সেমিনারটি সঞ্চালনা করেন সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান। চার দিনব্যাপী এই সেমিনারে চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশ নিচ্ছেন।