স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি মো: দুলাল হক (৪৫)। সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। রোববার রাত পৌনে ১টায় বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় এ অভিযান চালানো হয়। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।