স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি মো: দুলাল হক (৪৫)। সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। রোববার রাত পৌনে ১টায় বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় এ অভিযান চালানো হয়। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।