• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের পরানো হলো র‌্যাংক ব্যাজ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ৪:৫২

রাজশাহীতে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের পরানো হলো র‌্যাংক ব্যাজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীদের সঙ্গে নিয়ে র‌্যাংক ব্যাজ অলংকরণ করা হয়েছে।

আজ (১৪ নভেম্বর) পূর্বাহ্ণে রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে এবং রাজশাহী রেঞ্জ পুলিশে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র্যাং ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রাখছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সঙ্গে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীগণ। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ উপলক্ষ্যকে স্মরণীয় করতে এবং তাঁর কর্মস্পৃহা বৃদ্ধিদে এ আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার

সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম। অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার কে, এম আরিফুল হক, পিপিএম, মো: আল মামুন, অনির্বান চাকমা, বিভূতি ভূষন বানার্জী এবং পাবনার পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী ।

এছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার, পিপিএম, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী ও পুলিশ সুপার সুপারনিউমারারি পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, মো: মোতাহার হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম, সনাতন চক্রবর্তী, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম সাহিদ ও নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ মো: গাজিউর রহমান, পিপিএম। উপরোল্লিখিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুনঃ  বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আরএমপি ও রাজশাহী রেঞ্জে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ রাজশাহী মহাগনগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

আরও পড়ুনঃ  বেনজীর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উষ্ণ অভিনন্দন জানান এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675