• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী সিটি করপোরেশনের হাজার কোটি টাকার বাজেট

প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৮:২৩

রাজশাহী সিটি করপোরেশনের হাজার কোটি টাকার বাজেট

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হাজার কোটিরও বেশি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলন করে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়।
মেয়র জানান, ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটের এর লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, প্রতি পাঁচ বছর পর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বৃদ্ধিতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত বাড়ি এখনও সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে।
এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বলেন, রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্য্যরে কথা ছড়িয়ে পড়েছে। এটি তারা ধরে রাখতে চান। পাশাপাশি চিন্তা-চেতনা পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা এবং কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675