• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী থেকে ব্যক্তি মালিকানার বাস ছাড়ছে, বিআরটিসিই বন্ধ

প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৮:২৭

রাজশাহী থেকে ব্যক্তি মালিকানার বাস ছাড়ছে, বিআরটিসিই বন্ধ

স্টাফ রিপোর্টার: বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখান করে রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন যাত্রীবাহী বাস। তবে রাষ্ট্রায়াত্ব বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসই চলছে না। সরকারী বাস বন্ধ রাখা নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। তবে বিআরটিসি বলছে, যাত্রী সংকটের কারণেই সব জেলা থেকে দূরপাল্লার বাস চালানো সম্ভব হচ্ছে না।
গত ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর থেকে বিএনপি-জামায়াত দফায় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এই অবরোধ ‘প্রতিহত করতে’ মাঠে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সতর্ক পুলিশ-প্রশাসনও। তাই রাজশাহী অঞ্চলে অবরোধের সময় বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি-বিএনপি জামায়াত। তারপরেও বাস চালক ও হেলপারদের মধ্যে আতঙ্ক রয়েছে। এরমধ্যেই তারা গাড়ি নিয়ে বের হচ্ছেন মালিকদের চাপে। তবে বসে রয়েছে সরকারী বাসগুলো।
রাজশাহী নগরীর কুমারপাড়া মোড়ে বিআরটিসির বাস ডিপো। এখান থেকে নাটোর,, পাবনা, নওগাঁ, বগুড়া চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, ঝিনাইদহ, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর, নীলফামারিসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করে।
বুধবার সকালে ডিপোটিতে গিয়ে দেখা যায়, প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। ছোট গেট দিয়ে ভেতরে ঢুকে ভেতরে বিআরটিসির নয়টি বাস রয়েছে। কর্মচারীরা জানান, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কর্তৃপক্ষ নিষেধ করে রেখেছেন। তারা কথা বলতে পারবেন না। তবে নাম না জানিয়ে এক কর্মচারী জানান, যেদিন থেকে হরতাল-অবোরধ শুরু হয়েছে, সেদিন থেকেই এই ডিপো বন্ধ। এখানে ৯টি বাস পড়ে আছে। এর মধ্যে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত। এ ডিপোর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে এবং একটি সাতক্ষীরার শ্যামনগর টার্মিনালে রাখা আছে। কর্তৃপক্ষ তাদের বাস চালাতে নিষেধ করেছে।
সকালে এই ডিপোতে টিকিটের সন্ধানে আসেন রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রিয়াসাত আজিজ। তিনি বলেন, ‘আমার এক আত্মীয় নওগাঁর নজিপুর যাবেন। তার জন্য টিকিট নিতে এসেছিলাম। শুনছি, বিআরটিসি বাসই বন্ধ। এটা এক কথায় ভোগান্তি। মানুষের আপদ-বিপদ তো লেগেই আছে। অবরোধের কারণে সরকারী বাস বন্ধ রাখা দুঃখজনক। কারণ, এটা তো জনগণের বাস। জনগণের জন্য চালানো উচিত।’
বিআরটিসি বাস না চললেও রাজশাহীর সঙ্গে পাশের জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। রাতে দূরপাল্লার বাসও চলছে। রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘দূরের যাত্রী কম হচ্ছে, পোষাচ্ছে না। চালক-হেলপাররাও ভয় পাচ্ছেন। তাই রাজশাহী থেকে পাশের জেলা পর্যন্ত বাস চালানো হচ্ছে। তারপর ওই জেলা থেকে তার পাশের জেলা পর্যন্ত বাস চলছে। এভাবে চালাতে হচ্ছে। রাতে দূরপাল্লার বাসও চলছে। দিনে বন্ধ থাকছে। আমরা চেষ্টা করে যাচ্ছি বাস চলাচল স্বাভাবিক রাখার জন্য।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও সরকারের তরফ থেকে বাস চালাতে আমাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনও যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে। ফলে এ অঞ্চলে বড় কোন ঘটনা ঘটেনি।’ অবরোধে বিআরটিসি বাস বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে টিটো বলেন, ‘এটা তো সরকারী সংস্থা, তাদের বিষয়ে আমি বলতে পারব না। তবে জনজীবন স্বাভাবিক রাখার জন্য বিআরটিসি বাসও চালানো উচিত।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘আমরা তো সবাইকেই বাস চালাতে উদ্বুদ্ধ করছি। বিআরটিসি বন্ধ, এটা আমার জানা ছিল না। আমি কথা বলব।’
বিআরটিসি বাস বন্ধের বিষয়ে কথা বলতে বুধবার সকালে রাজশাহীর ডিপো ইনচার্জ গোলাম রসুলকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বলেন, ‘হরতাল-অবরোধে আমরা ভয় পাই না। ঢাকা-চট্টগ্রামে সিটি সার্ভিস আছে, সেখানে আমাদের বাস চলছে। দূরপাল্লার ক্ষেত্রে কোন কোন রুটে যাত্রী সংকট, তেলের পয়সা উঠছে না। তাই বাস বন্ধ রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘র‌্যাব, পুলিশ, বিজিবিসহ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। এরপরেও আমাদের কয়েকটা বাস ইতোমধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। সে কারণে সতর্ক থেকে বাস চালাতে হচ্ছে। যেসব এলাকা নিরাপদ মনে করি, সেখানেও বাসে আগুন দেওয়া হয়েছে। রাজশাহী থেকে বাস বন্ধ রাখার কোন কারণ নেই। যাত্রী হলেই বাস চলবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675