• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঈশ্বরদীতে বোমা তৈরির সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ১০:২৫

ঈশ্বরদীতে বোমা তৈরির সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

সুমাইয়া সুলতানা হ্যাপি : পাবনার ঈশ্বরদীতে অবরোধে নাশকতা করার পরিকল্পনার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২। এ সময় ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলার অরনকোলা গরুর হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

আটকেরা হলেন ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার বাসিন্দা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আউয়াল কবির (৩৮) ও নুর মহল্লা ফতেমোহাম্মদপুর এলাকার সরোয়ার জাহান শিশির (৩৩)।

আটকের বিষয়টি র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান।

আরও পড়ুনঃ  আদালতের এজলাসের সামনে প্রেমিকার বিষপান

গোলাম ফারুক জানান, স্বেচ্ছাসেবক দলনেতা আউয়াল কবির ও তাঁর সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং, গাড়ি ভাঙচুরসহ বোমা-ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে র‍্যাব। অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করে।

আরও পড়ুনঃ  গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

এই ঘটনায় আটকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675