অনলাইন ডেস্ক: বড় আশা নিয়ে ভারতে পা রেখেছিল পাকিস্তান। অথচ তার সিকি ভাগও পূরণ করতে পারেননি বাবর আজম-শাহিন আফ্রিদিরা। বিশ্বকাপে এমন ভরা-ডুবির বড় দায় পড়েছে বাবরের কাঁধে। সমালোচনার মুখে ইতোমধ্যেই নেতৃত্ব ছেড়েছেন তিনি। তাই পাকিস্তান ক্রিকেটে এখন হট টপিক—বাবরের বিকল্প হচ্ছেন কে?
আগামী মাসেই অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান দল। এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরজ থাকলেও নেই কোনও ওয়ানডে। ফলে আপাতত টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন—লাল বলে পাকিস্তানের নতুন অধিনায়ক হবেন শান মাসুদ। সাদা পোশাকে দলের ব্যাটিংয়ে অন্যতম ভরসার নাম মাসুদ। এবার নেতৃত্বেও তার ওপর আস্থা রাখতে যাচ্ছে পিসিবি।
টি-টোয়েন্টিতে অবশ্য খুব একটা চমক থাকছে না। বাবরের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা শাহিন শাহ আফ্রিদি পুরো দায়িত্ব পাচ্ছেন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এই তারকা পেসারকেই নেতা হিসেবে পছন্দ পিসিবি কর্তাদের।
তিন ফরম্যাটে তিন অধিনায়কের থিওরিতে যাবে কিনা পিসিবি, সেটা এখনই নিশ্চিত নয়। যদি এমনটা না হয়, তাহলে সাদা বলের দুই ফরম্যাটেই নেতা হিসেবে দেখা যাবে আফ্রিদিকে।