• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাইফকে বিয়ের কারণ জানালেন কারিনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ২:১১

সাইফকে বিয়ের কারণ জানালেন কারিনা

অনলাইন ডেস্ক : বয়সে জ্যেষ্ঠ অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করে সিনেপ্রেমীদের হতবাক করে দিয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেই ঘরে তার এক ছেলে ও এক মেয়েও রয়েছে।
১৩ বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। অমৃতার সঙ্গে বন্ধন ছিন্ন করে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন লাস্যময়ী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে।

আরও পড়ুনঃ  এখনও অ্যাওয়ার্ড না পেলে বাড়ি ফিরে কেঁদে ফেলি : ঋতুপর্ণা

তবে তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এ দুই তারকা। দুই সন্তানের বাবা সাইফকে কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন কারিনা? সে কথা খোলাসা করলেন অভিনেত্রী নিজেই।

সেই কথা জানাতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপন তথ্য ফাঁস করেছেন কারিনা কাপুর।

‘ডার্টি’ ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাইফ ও তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দুজনে সন্তান নিতে চেয়েছিলেন। মূলত সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।

আরও পড়ুনঃ  ‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’, নিয়ম ভেঙেছেন অস্ট্রেলিয়ায়!

কারিনা বলেন, অনেকের বিয়ে করার অন্যতম একটি কারণ হলো সন্তান নেওয়া, তাই না? আমি বলতে চাইছি- তা না হলেই কেবল একসঙ্গে থাকা যায়। সাইফ ও আমি পাঁচ বছর ধরে একসঙ্গে ছিলাম। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নিয়েছিলাম। এর একমাত্র কারণ ছিল আমরা সন্তান নিতে চেয়েছিলাম। পরে তৈমুরের জন্ম হয়।

আরও পড়ুনঃ  কাকে ইঙ্গিত করে ‘সংসার গোছাবো’ বললেন মাহি

তিনি ও সাইফ তাদের সন্তানদের যথেষ্ট সম্মান করেন বলে জানান কারিনা। বলেন, আমরা সন্তানকে ব্যক্তি হিসেবে বিবেচনা করি, তাদের সম্মান করি এবং তাদের মতো করে থাকতে দিই। আমরা বিশ্বাস করি, তারা নিজেরাই তাদের নিজস্ব পথ খুঁজে পাবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675