ঢাকাThursday , 16 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আল শিফা হাসপাতালে অভিযান অব্যাহত ইসরায়েলের

Asha Mony
November 16, 2023 3:09 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: ইসরায়েল গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে বৃহস্পতিবারও অভিযান অব্যাহত রেখেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজার বৃহত্তম এই হাসপাতালে বুধবার এ অভিযান শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন।
একই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, গত ৪০ দিনের যুদ্ধে আল শিফা হাসপাতালের নিচে থাকা হামাস কমান্ড সেন্টারটি মূখ্য ভূমিকা পালন করছে।
তবে হামাস ও হাসপাতালের চিকিৎসাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, প্রাথমিক অভিযানে তারা কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
গাজায় ইসরায়েলী সামরিক অভিযানের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, আজরাতে শিফা হাসপাতালে আমরা সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযান অব্যাহত রেখেছি।
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, ইসরায়েল বুলডোজার দিয়ে হাসপাতালের দক্ষিণ প্রবেশ দ্বারের কিছু অংশ ধ্বংস করেছে।
প্রত্যক্ষদর্শীরা হাসপাতালের আভ্যন্তরীণ অবস্থাকে ভয়ংকর বলে বর্ণনা করেছেন। চিকিৎসকরা চেতনানাশক ছাড়াই চিকিৎসা করছেন। মৃতদেহের দুর্গন্ধে ভরা করিডোরে যারা আশ্রয় নিয়েছেন তাদের বলছে খাবার নেই, পানি নেই।
এদিকে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার কারনে দেশটির অভ্যন্তরে সামরিক পদক্ষেপের প্রতি জনসমর্থন বাড়ছে।
এ প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, হামাসের জন্যে কোন নিরাপদ জায়গা থাকবে না। গাজার এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসরায়েলের সেনারা প্রবেশ করবে না।-বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।