• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কঠোর নিরাপত্তায় সোনামসজিদ বন্দর ছাড়ল ২৯৬ পণ্যবোঝাই ট্রাক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ৩:৪৭

কঠোর নিরাপত্তায় সোনামসজিদ বন্দর ছাড়ল ২৯৬ পণ্যবোঝাই ট্রাক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তার মাধ্যমে নিরাপদে জেলা সদর সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ট্রাকগুলো নিরাপত্তা দিয়ে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ  ফরিদপুর জেলা শ্রেষ্ঠ সার্কেল আসিফ ইকবাল

পর্যায়ক্রমে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বুধবার স্থলবন্দর থেকে কোনো ট্রাক ছেড়ে যায়নি। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ ইএনওর নেতৃত্ব পুলিশ, বিজিবি ও আনসার দিয়ে ২৯৬টি পণ্যবাহী ট্রাক নিরাপদে চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ  সন্তানের লাশ আনতে সরকারের সাহায্য চান সৌদি আরবে নিহত সাগর পরিবার

সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব কর্মকতা ইউনুস আলী বলেন, ‘অবরোধের কারণে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হয়নি। আর বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো কঠোর নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।’

আরও পড়ুনঃ  বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, ‘বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধে নাশকতা ঠেকাতে সকালে আমি উপস্থিত হয়ে সোনামসজিদ বন্দরের ২৯৬টি পণ্যবাহী ট্রাক চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দিয়েছি। বন্দর থেকে ছেড়ে যাওয়া ট্রাকগুলোর ১২০ টিতে পেঁয়াজ, ৫৯ টিতে আলু, ১১৭ টিতে অন্যান্য কাঁচামাল রয়েছে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675