অনলাইন ডেস্ক: তানজিন তিশা। তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজের কথাবার্তাও চলছে।
তবে হঠাৎ করেই বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। যদিও ১৬ নভেম্বর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। এরমধ্যে সামাজিক যোাগযোগমাধ্যমেও জানিয়েছেন আত্মহত্যা নয় বরং অসুস্থতার জন্য তিনি হাসপাতালে ছিলেন।
একই দিনে রাত ১০টা ৫৩ মিনিটে ফেসবুকে লাইভে আসেন তিনি। এসে নিজের এই আত্মহত্যার খবর ও বর্তমান পরিস্থিতি নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলেন। যদিও সংবাদ সম্মেলন করার কথা ছিল, ১০ মিনিটের এই লাইভে তিশা এ বিষয়ে কিছুই বলেননি।
https://www.facebook.com/TanjinTishaTT/videos/867694721672131/