• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৪৬

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার শেষ রাত নাগাদ ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় বৃষ্টিপাত শুরু হয়। রাত আটটা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগার বৃষ্টিপাত রেকর্ড করে ৩ মিলিমিটার। এই বৃষ্টিপাতে ফসলের কোনো ক্ষতি হবে না বলে জানায় কৃষি অফিস।

আরও পড়ুনঃ  রাজশাহীর পবায় স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ

জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১২টা থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মিধিলি’। এর নাম দিয়েছে মালদ্বীপ। এর প্রভাবে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে রণাঙ্গন ‘৭১র বীরমুক্তিযোদ্ধা মানোয়ার চলে গেলেন না ফেরার দেশে!

রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগারে পর্যবেক্ষক রাজিব খান বলেন, আকাশে মেঘ রয়েছে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমন অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।
অপরদিকে, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, তিন চার মিলিমিটার বৃষ্টিপাতে ফসলের কোনো ক্ষতি হবে না। বরং যে সব জমির মাটি রোদে শুকিয়ে গেছে। সেই জমির জন্য ভালো হলো। সবমিলে বৃষ্টির ফলে উপকারই হয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ডাকাতির কবলে জামায়াত নেতারা, অর্থ-মোবাইলসহ সর্বস্ব লুট

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675