• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই সুনেরাহর হুঁশিয়ারি

প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ৪:৩৮

তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই সুনেরাহর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা যখন আলোচনার কেন্দ্রে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ফেসবুকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরকম ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না। এছাড়া বন্ধুবান্ধবদের সঙ্গে তাকে নোংরাভাবে না জড়াতেও অনুরোধ করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

সেখানে তিনি লিখেছেন, ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। ’

আরও পড়ুনঃ  উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

তবে এজন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সুনেরাহ লিখেছেন, ‘কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না। ’

জীবনটা কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি। ’

আরও পড়ুনঃ  মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

সুনেরাহ লিখেছেন, ‘আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ। ’

আরও পড়ুনঃ  ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

‘ন ডরাই’খ্যাত তারকার হঠাৎ এমন স্ট্যাটাসে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাকে নিয়ে ট্রল করল! কে মিথ্যা রটাল!

দীর্ঘ পোস্টে এসবের কিছুই স্পষ্ট করেননি সুনেরাহ। তবে তার পোস্টে এটা স্পষ্ট যে, বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়ত নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে। যা পছন্দ করেননি অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675