• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ৬:২০

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করেছেন সমাজসেবী, নারীনেত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আকতার রেণী। শনিবার (১৮ নভেম্বর) উপশহর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

আরও পড়ুনঃ  নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক শামীমা ইয়াসমিন শিখা, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তারেক মুকুল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সভাপতি নাফিজ আহমেদ অর্থ সম্পাদক আলাল হোসেন, ১৪ নম্বর পূর্বের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আরিফ হোসেন প্রমুখ।

আরও পড়ুনঃ  রামেক’এর জ্যেষ্ঠ চিকিৎসকেরাও আন্দোলনে: ভোগান্তিতে রুগীরা

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে জীবনে নতুন গতি আনবে। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা না করে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675