হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় দেশব্যাপি বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শনিবার (১৮নভেম্বর) বেলা ১১ টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে যাত্রাগাছি ফাযিল মাদ্রাসা মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
স্বাগত বক্তব্য রাখেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম প্রামানিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, কার্যকরি কমিটির সদস্য বকুল খরাদী, জাফর আহম্মেদ শিমুল, হাচেন আলী, জাহেদুর রহিম মিঠু, আমজাদ হোসেন, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান বুলবুল, কাউসার আলী, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বেগম, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ছাত্রলীগ নেতা নাইম আদনান, আব্দুর রউফ রাজ প্রমুখ। উক্ত প্রতিবাদ সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।