ঢাকাSaturday , 18 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

হরতাল সমর্থনে নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল, ছয় নেতাকর্মী আটক

Somoyer Kotha
November 18, 2023 9:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নগরীর আরডিএ মার্কেটের সামনে থেকে ছোট একটি মিছিল বের করা হয়। মিছিলে দলটির নেতা ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসাও অংশ নেন। মিছিলটি একটু এগোলেই পুলিশ এসে ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ছয়জনকে আটক করে পুলিশ।

এ সময় দৌড়াতে গিয়ে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার চশমা পড়ে যায়। তখন তিনি পড়ে যান। তবে পুলিশ মোসাদ্দেক হোসেন বুলবুল ও এরশাদ আলী ঈসাকে আটক করেনি।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্তনে মিছিল বের করে। অনুমতি না থাকায় পুলিশ এতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হলে ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।