ঢাকাSunday , 19 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

পুত্র ও পুত্রবধূর ওপর রাগ করে আত্মহত্যা

Somoyer Kotha
November 19, 2023 12:23 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর দাশপুকুর এলাকায় আজুফা নামের এক মহিলা নিজের ঘরে ছাদের বাঁশের তীরের সাথে ওড়না আটকিয়ে আত্নহত্যা করে।

শনিবার সকালে তার ঘর বন্ধ দেখে তাকে ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাঁড়া শব্দ না পেলে প্রতিবেশীরা দরজা ভেংগে ঘরে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠায় সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন এবং পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে মৃত আজুফার বড় ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে তার ছোট ভাই রজব আলী ও তার স্ত্রী শুকতারা কে আসামি করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন এবং ঘটনাস্থল থেকে রাজপাড়া থানা পুলিশ আসামিদ্বয়কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এ বিষয়ে মামলার বাদী মৃতের বড় ছেলে ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায় মৃত আজুফা তার ছোট ছেলের ( মামলার আসামি) বাসায় থাকতো এবং প্রায় সময়ই তার মায়ের সাথে তাদের ঝগড়াঝাটি হতো এমনকি ছেলের বউ শুকতারা মারধর ও করতো।

গত রাতেও মৃত আজুফার সাথে তাদের ঝগড়াঝাটি হয় এবং আজুফা ছেলে ও ছেলের বউয়ের অত্যাচার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।

এ বিষয়ে রাজপাড়া থানায় যোগাযোগ করা হলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জানান আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।