• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইফিতে জয়া আহসানের চার সিনেমা

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ২:৫৬

ইফিতে জয়া আহসানের চার সিনেমা

অনলাইন ডেস্ক: ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। উৎসবের ৫৪তম আসর চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

জানা গেল, ইফির উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার প্রকাশিত হবে। এরপর ২২ নভেম্বর হবে সিনেমাটির প্রিমিয়ার। এর মধ্যে সিনেমার অভিনয়শিল্পীরাসহ লালগালিচায় হাঁটবেন।

আরও পড়ুনঃ  শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘিসহ অনেকে।

হিন্দি ভাষার ‘কড়ক সিং’ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেগুলো হচ্ছে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।

আরও পড়ুনঃ  গৃহকর্মীকে মারধর, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি

ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও ২০২২ সালে জয়া অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়েছিল। সেসময় বেশ সাড়া ফেলেছিল সিনমাটি।

আরও পড়ুনঃ  নানান চমকে হানিফ সংকেতের ঈদের ‘ইত্যাদি’

উৎসব শেষে ‘কড়ক সিং’র প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন জয়া আহসান। এছাড়া তার বেশ কিছু সিনেমা আটকে আছে, যা শিগগিরই মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ ও পেয়ারার সুবাস, কলকাতার ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ওসিডি’ ও ‘ভূতপরী’।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675