ঢাকাSunday , 19 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন ফরম কিনলেন ডাবলু সরকার

Asha Mony
November 19, 2023 9:09 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দলটির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রোববার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ডাবলু সরকার বলেন, ‘রাজশাহী সদর আসনটি ১৫ বছর ধরেই জোটের শরীক ওয়ার্কার্স পার্টির দখলে। আমাদের দলের সবার প্রত্যাশা এবার যেন দলীয় নেতাকেই মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগে এ রকম যোগ্য অনেক নেতা আছেন। আরও অনেকে হয়তো মনোনয়ন ফরম তুলবেন, আমিও তুলেছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হব। এখানে জোটের প্রার্থী হবে নাকি দলীয় প্রার্থী দেওয়া হবে তা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এবং মহানগর যুবলীগের সদ্য সাবেক সভাপতি রমজান আলীসহ আরও কয়েকজন দলীয় প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।