স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষেএ কর্মশালা অনুষ্ঠিতহয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট ও মনিটরিং) নাজিয়া শিরিন।
বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা-৫ শাখা) তাসলিমা আহমেদ পলি ও এপিএ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ। কর্মশালায় বিএমডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।