• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘মাথা উঁচু রাখো’, কোহলিদের সান্ত্বনা যুবরাজের

প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ১:২২

‘মাথা উঁচু রাখো’, কোহলিদের সান্ত্বনা যুবরাজের

অনলাইন ডেস্ক: পুরো বিশ্বকাপজুড়ে দাপুটে ক্রিকেট খেলে ফাইনালে উঠেছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। স্বাভাবিকভাবেই আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শকাসন ঢেকে গিয়েছিল নীল ঢেউয়ে। কিন্তু শেষ পর্যন্ত অশ্রুসজল চোখে বের হতে হয়েছে তাদের। কারণ শিরোপা জিততে পারেননি ভারত।

অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের পর হতাশায় মুষড়ে পড়েছে ভারতীয় দল। তবে হৃদয়ভাঙা এই হারের পরও টিম ইন্ডিয়াকে মাথা উঁচু রাখতে বললেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। তার মতে, ফাইনাল বাদে বাকি ম্যাচগুলোতে যা অর্জন করেছেন কোহলি-রোহিতরা, তা নিয়ে গর্ব করা উচিত তাদের।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের স্বাগতিকদের ২৪০ রানে গুঁটিয়ে দিয়ে ৪ উইকেট ও ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। ঘরের মাঠে এমন পরাজয়ের পর মোহাম্মদ সিরাজ, বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়াও ভারতীয় দলের অনেকে কাঁদতে দেখা যায়। তবে যুবরাজের মতে, ভারতের অর্জন এ বিশ্বকাপে নেহায়েত কম নয়।

ফাইনালের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ভারতীয় দলকে অসাধারণ এক বিশ্বকাপ কাটানোয় অভিনন্দন জানান যুবরাজ। ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্টসেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘বিশ্বকাপের এ আসর দারুণভাবে পার করায় ভারতীয় দলকে অভিনন্দন। ফাইনালের ফলাফল হয়তো আমাদের পক্ষে যায়নি, কিন্তু তোমরা অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে আমাদের গর্বিত করেছো। দল হিসেবে তোমাদের অর্জনে পুরো দেশ এক হয়েছে। চিবুক উঁচু রাখো এবং পরেরটার দিকে এগিয়ে যাও!’


ষষ্ঠ শিরোপা জেতায় অস্ট্রেলিয়া দলকেও অভিনন্দন জানান যুবরাজ। সেই সঙ্গে পুরো আসরে দারুণ ভূমিকা রাখায় ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার কোহলি ও রোহিতকেও প্রশংসায় ভাসান যুবি, ‘বিশ্বকাপ জেতায় অভিনন্দন ক্রিকেট অস্ট্রেলিয়া- এটা তোমাদের দিন ছিল এবং তোমরা বেশ ভালোভাবেই করে দেখিয়েছো। সাবাশ রোহিত, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং সিরিজসেরা হওয়ায় অভিনন্দন কোহলি। ‘

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675