স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন শিমলা পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. ফরিদুজ্জামান (২১)। তিনি রাজশাহীর বেসরকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নিহত ফরিদুজ্জামানের বাবার নাম দুরুল হুদা। তিনি রাজশাহী মহানগর পুলিশের একজন সদস্য। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফরিদুজ্জামান মোটরসাইকেলে এক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সার্কিট হাউসের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ফুটপাতে ধাক্কা লাগে। এতে দুই আরোহী ছিটকে পড়েন। এ সময় ফরিদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর সামান্য আহত হন।
ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফরিদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।