স্টাফ রিপোর্টার: রাজশাহী-ভাঙ্গা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন মধুমতী এক্সপ্রেস রুট পরিবর্তন করছে। ট্রেনটি রুট পরিবর্তন করে নতুনভাবে ১ ডিসেম্বর থেকে ঢাকা-রাজশাহী রুটে চলবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন রুট চালু হলে ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া-আসা করবে। এতে খুশি রাজশাহীর যাত্রীরা। তারা বলছেন, যমুনা সেতু হয়ে তারা এতদিন ঢাকা যাওয়ার সুযোগ পেতেন। এখন থেকে পদ্মা সেতু দেখারও সুযোগ হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার অপরিবর্তিত থাকবে।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী অপারেটিং সুপারিন্টেনডেন্ট আব্দুল আওয়ালের সই এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ট্রেনটি উভয় পথে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুখুরিয়া, ভাঙ্গা, ফাশা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী উঠা-নামার সুবিধা না থাকায় আপাতত ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। তবে ভাঙ্গা একটি বড় স্টেশন হওয়ায় সেখানেও ট্রেনটির বিরতি দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। তাহলে ফরিদপুরের যাত্রীরা সুবিধা পাবেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, মধুমতি এক্সপ্রেস ঢাকা পর্যন্ত চালানোর প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে। তবে সবকিছু এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।