অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে গত শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। শেষ হয় আজ (মঙ্গলবার) বিকেল ৪টায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই চারদিনে মোট ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীনরা। প্রতি ফরম ৫০ হাজার টাকা ধরে এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
আওয়ামী লীগের দপ্তার সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন হাজার ২৪১ জন। বাকি ১২১ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এরমধ্যে প্রথম দিনে (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম, দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি ফরম, তৃতীয় দিনে ৭৩৩ ফরম এবং চতুর্থ দিন ৩৪৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।