• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাবার আসন চান ছেলে-মেয়ে

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৮:৩৪

বাবার আসন চান ছেলে-মেয়ে

গুরুদাসপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রয়াত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি ও ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাটোর-৪ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
কোহেলী কুদ্দুস মুক্তি আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কল্লোল ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। শোভন নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন।
প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার জন্যই কাজ করব। বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য নির্বাচন করতে চাই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে তা গুরুদাসপুর-বড়াইগ্রাম মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমার বাবা প্রয়াত কুদ্দুস সাহেব এই এলাকায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। বাকি কাজগুলো মৃত্যুর কারণে সমাপ্ত করতে পারেননি। আমি তার সন্তান হিসেবে দ্রুত সেই কাজগুলো বাস্তবায়ন করতে চাই।
উল্লেখ্য, ৩০ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন ১৭ প্রার্থী। ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকায় মনোনয়ন দেন। পরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  আজহারকে মুক্তি না দিলে আমাকেও কারাগারে পাঠান : জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675