• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

খরা তহবিলের দাবিতে রাজশাহীতে গণ পদযাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৮:৩৯

খরা তহবিলের দাবিতে রাজশাহীতে গণ পদযাত্রা

স্টাফ রিপোর্টার: আসন্ন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে কপ-২৮) ধনী দেশগুলোর কাছ থেকে খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলের জন্য খরা তহবিল ও জলবায়ু ন্যায্যতার দাবি জানানো হয়েছে। একইসাথে বৈশ্বিক উষ্ণতাকে সীমিত করতে সম্মেলনে খরা তহবিল গঠন, জীবাশ্ম জ্বালানীর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের চুক্তি এবং বাস্তবায়ন কারার সিদ্ধান্ত নিতে দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে থেকে গণপদযাত্রাটি বের করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম। পদযাত্রাটি নগরীর মনিচত্বর কুমরাপাড়া হয়ে বড়কুঠি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো- কপ-২৮ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খরা দুর্যোগ,পানি সংকট সমাধানসহ ও বাংলাদেশের জন্য জলবায়ু ন্যায্যতায় সিদ্ধান্ত গ্রহণ; বাংলাদেশের জন্য ঘোষিত জলবায়ু তহবিল ছাড়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ধনী দেশগুলোর প্রতিশ্রুতি দেওয়া জলবায়ু তহবিল দ্রুত ছাড় করা, খরা মোকাবলোয় বরেন্দ্র অঞ্চলে জরুরিভিত্তিতে পানি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা, বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক ‘খরা ও জলবায়ু তহবিল’ গঠন করা এবং ‘খরা ভাতা’ চালু করা ও বৈশ্বিক উষ্ণতাকে সীমিত করতে আসন্ন সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা।

আরও পড়ুনঃ  নগরীতে ৬৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে রাসিক

শুভেচ্ছা বক্তব্য দেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম। মূল ঘোষণাপত্র পাঠ করেন ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল। এ সময় সেভ দ্য নেচার অ্যান্ড লাইফ সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ। সঞ্চালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক।

সর্বশেষ সংবাদ

মেয়েদের আইপিএলে বৃহস্পতিবার দাপট হরমনপ্রীতদের
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
‘এত সহজে জিততে পারব ভাবিনি’
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
রাস্তার পাশে জিলাপি বিক্রি করছেন ফুটবলার
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ ৫:৪১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675