ঢাকাTuesday , 21 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Asha Mony
November 21, 2023 8:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ চারঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। সোমবার দুপুর আড়াই দিকে চারঘাট থানার রাওথা গ্রাম থেকে মাদক উদ্ধার ও তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারীর নাম মিন্টু বাশার (৩৬)। তিনি চারঘাট থানার রাওথা গ্রামের আমজাদ হোসেনের পুত্র। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল দুপুরে চারঘাট বাজার ও তার আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

ডিবির এ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার রাওথা গ্রামস্থ মিন্টু বাশারের বাড়ির আশপাশে কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ওই দল সঙ্গীয় ফোর্সসহ দুপুর পৌনে তিনটার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিন্টু বাশারকে আটক করে তার দেহ তল্লাশি হলে তার হাতে থাকা ব্যাগ হতে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আটক মিন্টু বাশার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার নামে চারঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটক মিন্টুকে চারথাট থানায় সোপর্দ কওে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এমটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।