স্টাফ রিপোর্টার: বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে জেলা তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই নারী সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রমুখ।
কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মোসা. সুমেরা খাতুন এবং ২য় বর্ষের শিক্ষার্থী মোসা. মাজকুরা খাতুন তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।
বক্তারা ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। ডেঙ্গু মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার জন্য বক্তাগণ উপস্থিত সকলকে আহবান করেন। এছাড়া নারী ক্ষমতায়ন, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং বাল্যবিবাহের মতো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেন্ডার সমতা বাস্তবায়নে বর্তমান সরকারের পদক্ষেপ গুলো আলোচনা করা হয়।
এছাড়া সমাজে নারীর অধিকার বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে বক্তাগণ বিবৃতি প্রদান করেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন জনাব রেজওয়ান মোরশেদ, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, রাজশাহী। নারী সমাবেশের শুরুতে গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বাল্যবিবাহ, নারী ক্ষমতায়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।