স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজেই শারীরীক ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন। এ জন্য কলেজটিতে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। মঙ্গলবার কলে অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শরীরের যত্নের সঙ্গে সঙ্গে দরকার আছে মনের যত্নের। আমাদের সমাজে নারীরা শারীরীক অসুস্থতা, অপর্যাপ্ত ঘুম ও পারিবারিক নির্যাতনসহ নানা ধরনের মানসিক চাপে থাকেন। তাই নারীর শারীরীক ও মানসিক সুস্থতার জন্য শৈশব থেকেই তাকে সুন্দর পরিবেশ দিতে হবে। এতে সে ছোটবেলা থেকেই মানসিকভাবে দৃঢ় হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কমিটির আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. নাজনীন সুলতানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক শাহীন সুলতানা, মনোবিজ্ঞানী বিপাশা ঘোষ ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।