• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কলেজেই শারীরীক ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন শিক্ষার্থীরা

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৯:০৮

কলেজেই শারীরীক ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজেই শারীরীক ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন। এ জন্য কলেজটিতে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। মঙ্গলবার কলে অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।

আরও পড়ুনঃ  দুদকের অভিযান আমাদের জন্য সম্মানজনক নয় : বিভাগীয় কমিশনার

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শরীরের যত্নের সঙ্গে সঙ্গে দরকার আছে মনের যত্নের। আমাদের সমাজে নারীরা শারীরীক অসুস্থতা, অপর্যাপ্ত ঘুম ও পারিবারিক নির্যাতনসহ নানা ধরনের মানসিক চাপে থাকেন। তাই নারীর শারীরীক ও মানসিক সুস্থতার জন্য শৈশব থেকেই তাকে সুন্দর পরিবেশ দিতে হবে। এতে সে ছোটবেলা থেকেই মানসিকভাবে দৃঢ় হবে।’

আরও পড়ুনঃ  রাসিকের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার সভা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কমিটির আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহা. তৌহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫

উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. নাজনীন সুলতানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক শাহীন সুলতানা, মনোবিজ্ঞানী বিপাশা ঘোষ ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675