স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী ও রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
ড. কেরামত আলী ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নি:শর্ত মুক্তি দাবি করেন। একইসাথে জামায়াতসহ বিরোধী দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির জোর দাবিও জানান তিনি।