• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ম্যাচ সেরা হয়ে যা বললেন মোরসালিন

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৯:৫৩

ম্যাচ সেরা হয়ে যা বললেন মোরসালিন

অনলাইন ডেস্ক: দুর্দান্ত গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছেন শেখ মোরসালিন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সবার প্রত্যাশা ছিল মোরসালিনকে নিয়ে। অনেক সময় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের সংবাদ সম্মেলনে আনতে বারণ করেন। আজ ম্যাচ সেরা হওয়ায় শেখ মোরসালিন এসেছিলেন সংবাদ সম্মেলনে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মোরসালিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ, আমরা এক পয়েন্ট পেয়েছি। যদিও আমাদের লক্ষ্য ড্র ছিল না, আমরা জিততে চেয়েছিলাম। এরপরও এক পয়েন্ট পেয়েছি আমরা। সামনের ম্যাচগুলোতে জয়ের জন্যই খেলব।’

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

মোরসালিন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ফুটবলার। নয় ম্যাচের মধ্যে ইতোমধ্যে চারটি গোল করেছেন। চার গোলের তিনটিই বক্সের বাইরে থেকে দূর পাল্লার শটে। চার গোলের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নের উত্তরে মোরসালিন বলেন, ‘আজকের ম্যাচে আমরা পিছিয়ে ছিলাম। গোলটা প্রয়োজন ছিল। আমার কাছে প্রতিটি গোলই সমান।’

লেবানন বাংলাদেশের চেয়ে র‌্যাকিং এবং সব সূচকে এগিয়ে। সেই দলের বিপক্ষে বাংলাদেশ এক পয়েন্ট আদায় করেছে। এজন্য দলের সবাই বাড়তি নিবেদন দিয়েছেন বলে জানালেন মোরসালিন, ‘আমাদের এই ম্যাচে পয়েন্ট পেতে হলে শতভাগ তো বটেই শতভাগের বেশি দিতে হতো। এর মধ্যে আমি একটি গোল করেছি।’

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

মাঝে মদ কান্ডে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারেননি। নিজের দুঃসময় সম্পর্কে মোরসালিন বলেন, ‘আমার বিশ্বকাপ ছিল নিজে আবার ফিরে আসব। সেই লক্ষ্যেই প্রস্তুত করেছি।’

মোরসালিনের গোলে বাংলাদেশ সমতা এনে ড্র করেছে। আবার মোরসালিন গোলও মিস করেছে। মোরসালিন আরো গোল করতে পারলে বাংলাদেশ লেবাননের বিপক্ষে তিন পয়েন্ট পেতে পারতো। নিজের মিস নিয়ে মোরসালিন বলেন, ‘আমি চেষ্টা করেছি, পারিনি। সামনে এর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব।’

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

মোরসালিন আজ একাদশে সুযোগ পেয়েছেন রাকিব সাসপেনশনের কারণে। মোরসালিন আজ গোল করে জার্সি না খুললেও গ্যালারীর সামনে গিয়ে উল্লাসের জন্য একটি কার্ড দেখেছেন। সেই কার্ড সামনে একটি বড় ধাক্কা হতে পারে। এজন্য খানিকটা অনুতপ্তও বাংলাদেশের এই গোলদাতা।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675