ঢাকাTuesday , 21 November 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

কোহলিদের কাটা ঘায়ে নুন শহিদ আফ্রিদির

Asha Mony
November 21, 2023 11:38 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের হট ফেভারিট ছিল ভারত। তাদের ঘরের মাঠেই হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। নিজেদের উঠানে শুরু হওয়া আসরের প্রথম ম্যাচ থেকে অবিশ্বাস্য পারফরম্যান্সে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠে রীতিমতো উড়ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

আসরের প্রথম ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তাতিয়ে দেয় ভারত। সেই হারের ক্ষতে প্রলেপ দিতে দীর্ঘ অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অবশেষ তাদের সেই মোক্ষম সুযোগটা এসেও যায়। ফাইনালে ভারতকে পেয়ে রীতিমতো ধ্বসিয়ে দিয়ে বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ ট্রপি হাতছাড়া করে মানসিকভাবে ভেঙ্গে পড়া ভারতীয় ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেন, ‘আপনি যখন ধারাবাহিকভাবে ম্যাচ জিতবেন, অতি আত্মবিশ্বাস জন্ম নেবে। আমি মনে করি, এটাই তাদের পতনের কারণ।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমাদের সবারই এমন অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন একটি বাউন্ডারি মারতাম বা সেঞ্চুরি করতাম কিংবা উইকেট নিতাম, ভারতের সমর্থকেরা কোনো সাড়াশব্দ করত না।’

আফ্রিদি আরও বলেন, ‘ট্রাভিস হেড যখন ফাইনালে সেঞ্চুরি করল, দর্শকরা ছিল চুপ। একটা ক্রীড়াপ্রেমী জাতি সব সময়ই খেলোয়াড় ও তাদের প্রচেষ্টার প্রশংসা করে। কিন্তু ভারতের সমর্থকদের মধ্যে এটা নেই। তথাকথিত শিক্ষিত এই সমর্থকেরা বিস্মিত হয়ে গিয়েছিল।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।